Trip to Chandipur Odissa -Sukanta Banerjee
DAY-TRIP to Chandipur, Odisha by CAR form HOWRAH ….Sukanta Banerjee
এক সপ্তাহ খুব শরীর খারাপ হওয়াতে, মনটাও কেমন পালাই পালাই করছিল মানে আরো বেশি করে claustrophobic লাগছিল। এরপর হঠাৎ করে পেট্রোলের গন্ধটা খুব বেশী করে নাকে আসতে লাগলো। সটান করে ওড়িশার ম্যাপ টা খুলে বসে গেলাম। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ওড়িশার আনাচে কানাচে , মানে, কলকাতা শহর থেকে একটু দূরে চাঁদিপুরে বেড়াতে গেলে কেমন হয় ? বিস্তৃত, শান্ত ,নির্জন সমুদ্র সৈকত, আর জোয়ার ভাটার খেলায় আপনি মুগ্ধ হবেনই। আর যারা লোকজন এর ভীড় এড়াতে চান তাদের জন্য এ এক উত্তম জায়গা। এছাড়া পার্শ্ববর্তী স্থান হিসাবে আছে গোপীনাথ মন্দির, পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির, নীলগিরি তে রাজার বাড়ি, বুড়িবালাম নদীর তীর, পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির ,সর্বোপরি নীলগিরি র প্রাকৃতিক সৌন্দর্য ।
১৪-৭-২০১৮
আজ সকাল ৫টা নাগাদ, শিবপুর মন্দিরতলা থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে ৮-৮;৩০টা নাগাদ বেলদার একটু আগে ব্রেকফাস্ট খেয়ে বালেশ্বর টাউনে গিয়ে প্রথমে দেখলাম গোপীনাথ মন্দির, তারপর আর একটু গিয়ে দেখলাম ইমামি জগন্নাথ মন্দির, সেখানে তখন উতসবের মেজাজ, রথ সাজানো হয়ে গেছে, সুধু মন্দির থেকে ঠাকুরের আসা বাকি, কিছুখন সেখানে থেকে আমরা দুপুর ১২টা নাগাদ এলাম চাদিপুর, আসার পথে দেখলাম প্রচুর রথ সেজে আছে বিকেল হবার অপেক্ষা। চাদিপুরে শুভম হটেলে ৪ঘন্টার জন্য একটা রুম নিয়ে বাবা মা কে রেখে মেয়েকে নিয়ে গেলাম Sea Beach. তে চান করতে!!! আমার ৬বছরের মেয়ে জানে, সমুদ্র মানে তাতে চান করা জায়, যেমন দীঘা, পুরী, গোপালপুরে হয়, কিন্তু Not always, everything happens as per your expected line... এই lesson টা দেবার জন্য আমরা বলি নি যে ওখানে জল থাকে কেবল জোয়ার এর সময়,
এরপর আমরা লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বিকেল ৪টানাগদ বুড়িবালাম হয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। এরপর ৭টা নাগাদ খরগপুরের একটু আগে টিফিন করে নিয়ে, বাগনান থেকে রাতের খাবার নিয়ে বাড়ি ফিরলাম রাত১১টা নাগাদ, এত সময় লাগল কারন, আমার মতে, Monday প্রধানমন্ত্রি আসবে তাইরাস্তার প্রতি ১০মিনিট অন্তর পুলিশ চেকিং করছ, parsonal গাড়ি নয়, ভাড়ার গাড়ি আর ট্রাক, কিন্তু তার জন্য প্রচুর জ্যাম।
Toral Km Travelled in a single day=619km.
=======================================
======================================