গোলাপ গ্রামে কিভাবে যাবেন? কি দেখবেন? খরচ কত? - How to Go Golap Gram - Sadullapur
গোলাপ গ্রামে কিভাবে যাবেন? কি দেখবেন ? খরচ কত? - How to Go Golap Gram
কিভাবে যাবেনঃ
-গোলাপ গ্রামে আপনারা অনেক ভাবেই যেতে পারবেন।
রুট প্লান ১:
-ট্রলারে সাদুল্লাহপুর যেতে চাইলে গাবতলী মাজার রোড নেমে রিকশায় দিয়াবাড়ি বটতলা ঘাট যেতে হবে।রিকশা ভাড়া ২৫-৩০ টাকা।
মিরপুর-১ নম্বর গোলচত্বর থেকে আলিফ বা মোহনা বাসে জন প্রতি ১০টাকা ভাড়া অথবা ২৫/৩০টাকায় রিকশায় দিয়াবাড়ি বটতলা ঘাট যেতে হবে।
ঘাট থেকে প্রায় ৩০ মিনিট পরপর সাদুল্লাহপুরের উদ্দেশে ট্রলার ছাড়ে। জনপ্রতি ভাড়া ২৫ টাকা। ট্রলারে প্রায় ২৫-৩০ মিনিট লাগতে পারে। ট্রলার থেকে নেমে অটোতে করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে চলে আসুন শ্যামপুর গোলাপ বাগান।
রুট প্লান ২:
বিরুলিয়া ব্রিজ হয়ে আসতে চাইলে আপনাদের নিজ নিজ স্থান থেকে বিরুলিয়া চলে আসুন। এখান থেকে অটোতে করে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে চলে আসুন সাদুল্লাপুর। অটো যদি সাদুল্লাহপুর না যায় তাহলে ১০ টাকা জনপ্রতি অটো ভাড়া দিয়ে আকরান বাজার এসে অন্য একটি অটো দিয়ে চলে আসুন সাদুল্লাপুর।
golap gram savar dhaka division,golap gram location,golap gram tour,bangladesh,rose,গোলাপ গ্রাম,golap gram,গোলাপ বাগান,গোলাপ গ্রাম,সাদুল্লাপুর,বিরুলিয়া ব্রিজ,rose garden,golapgram,sadullahpur,visiting golap gram,birulia,golapgramdhaka,golap gram dhaka,how to travel to sadullahpur,golap gram sadullapur,visiting sadullahpur,How to Go Golap Gram
#গোলাপ_গ্রাম #sadullahpur #golapgram